ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি বিএনপির সাবেক এমপি এডভোকেট আবুল বাশার আকন্দ। বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলপুর ঘাসফড়িং রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের সকল অনিয়ম, দুর্নীতি ও সমস্যার সংবাদ প্রকাশের অনুরোধ জানান।

সেই সাথে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এসময় তিনি বলেন, মনোনয়ন পেতে যে চারটি গুণ দরকার, সেগুলোর প্রত্যেকটি আমার আছে। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি কথা ঠিক রাখেন তবে নমিনেশন আমার হাতে। মতবিনিময় শেষে সাংবাদিকদের কলম উপহার দিয়ে তিনি বলেন, এ কলম দিয়ে আপনারা সঠিক সংবাদ লিখবেন। সত্য হলে আমার আমার বিরুদ্ধেও লিখবেন এতে আমার কোনো আপত্তি নেই। এসময় তিনি অজ্ঞান পার্টির কবলে মানুষ হত্যা ও আলোকদি গ্রামে খলিলুর রহমান হত্যার বিচার দাবি করেন। অনুষ্ঠানে বিএনপি নেতা নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন, উপজেলা কৃষক দল সভাপতি শফিকুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা উপ‌স্থিত ছিলেন।

(এসআই/এএস/আগস্ট ২২, ২০২৫)