বরিশালে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত
.jpg)
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল মহানগরীর নথুল্লাবাদ বাসটার্মিনাল এলাকায় ট্রাক চাপায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিহত মোটরসাইকেল চালক অরুণ চন্দ্র শীল (৪০) নগরীর কলেজ অ্যাভিনিউ এলাকার ভাড়াটিয়া ও ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা প্রকাশ চন্দ্র শীলের ছেলে।
আজ শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার জানিয়েছেন, কাঠ বোঝাই একটি ট্রাক বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার উদ্দেশে যাচ্ছিলো। পথিমধ্যে নথুল্লাবাদ এলাকার আল্লাহর দান হোটেলের সামনে থেকে ট্রাকটিকে পাশ কাটিয়ে যেতে চায় মোটরসাইকেল চালক অরুণ চন্দ্র শীল। এ সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে পরে গিয়ে চাকায় পিষ্ট হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে অরুণকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওসি বলেন, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
(টিবি/এসপি/আগস্ট ২২, ২০২৫)