আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : গ্রামের অসহায় দুঃস্থ্য পরিবারের শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মিনলায়তনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রভাষক ও সাভার সুপার মেডিকেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. রাজিব গাজী।

গৌরনদীর টরকী বাসস্ট্যান্ডস্থ খান ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস্ চেম্বারের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান। চিকিৎসা পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া।

বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রিপন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা। খান ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস্ চেম্বারের চেয়ারম্যান মো. রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য কাজী জুয়েল, সাংবাদিক মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ, হাসান মাহমুদ, রাজিব ইসলাম তারিম প্রমুখ।

(টিবি/এসপি/আগস্ট ২২, ২০২৫)