বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ আর নেই

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের প্রবীণ সাংবাদিক, দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘদিন ধরে অসুস্থ রুকুনউদ্দৌলাহ গত ২৭ জুলাই ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন। অধ্যাপক এম এ রশিদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় তার হার্টে তিনটি রিং বসানো হয়। গতকাল বৃহস্পতিবার তিনি যশোরে ফিরে আসেন।
রুকুনউদ্দৌলাহর জন্ম নওগাঁয়। তার পিতা মরহুম মোকসেদ আলী। শৈশব-কৈশোর কেটেছে অগ্রজ আসফউদ্দৌলার কাছে। নওগাঁ কেডি স্কুলে পড়াকালীন মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পরিবারের সঙ্গে ভারতে যান। শিলিগুড়িতে প্রশিক্ষণ শেষে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন।
পেশাগত জীবনে তিনি চার দশকের বেশি সময় ধরে দেশের প্রাচীনতম পত্রিকা দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। তার জনপ্রিয় কলাম ‘গ্রাম-গ্রামান্তরে’ পাঠকের কাছে ব্যাপক সাড়া ফেলেছিল। এ ছাড়া তিনি চ্যানেল আই, রেডিও টুডে, দৈনিক স্ফুলিঙ্গ, দৈনিক ঠিকানা, দৈনিক রানার, দৈনিক কল্যাণসহ বিভিন্ন গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি পাক্ষিক যশোরের কাগজের সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি আইডিই পুরস্কার, যশোর শিল্পীগোষ্ঠী পদক, জ্ঞানমেলা পদকসহ নানা সম্মাননা অর্জন করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পেয়েছিলেন বজলুর রহমান স্মৃতিপদক।
তার লেখা প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে, গ্রাম-গ্রামান্তরে, মুক্তিযুদ্ধে যশোর, আমার কৈশোর আমার মুক্তিযুদ্ধ, মানুষের ভাবনা মানুষের কথা এবং ছোট ছোট কথা অচেনা মানুষ। দেশ, মানুষ, ধর্ম ও সাংবাদিকতা ছিল তার জীবনের একমাত্র অন্বেষণ।
(এসএমএ/এএস/আগস্ট ২৩, ২০২৫)