কাপ্তাইয়ে কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ এইচ এম বেলাল চৌধুরী আর নেই

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাইয়ে কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ এইচ এম বেলাল চৌধুরী আর নেই। শুক্রবার ( ২২ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় দিকে চট্টগ্রাম বেসরকারি ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী সরকারি কলেজ এর উপাধ্যক্ষ সিরাজ উদ্দিন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।তিনি মা, স্ত্রী, ১ ছেলে এবং ২ কন্যা আত্মীয় স্বজন, অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত ক্যানসারসহ নানা রোগে ভুগছিলেন।
বাদ মাগরিব কাপ্তাই উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ এ মরহুমের প্রথম নামাজে জানাজা শেষে তাঁকে তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে নিয়ে যাওয়া হয় তাঁর পরিবারের সদস্যরা। সেখানে তাঁর দ্বিতীয় জানাযা শেষে তাঁকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
এই শিক্ষাবিদের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ গভীর শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন পূর্বক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
(আরএম/এএস/আগস্ট ২৩, ২০২৫)