তালায় যুবদল নেতা শামীমকে জবাই করে হত্যা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেনকে (৩৫) নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজারসংলগ্ন নিজ বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা শামীমের ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে পরিবারের সদস্যরা শামীমের গলাকাটা নিথর দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা জানান, হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পূর্বশত্রুতা বা রাজনৈতিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
শামীমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে।
নিঃসন্দেহে এই হত্যাকাণ্ড স্থানীয় রাজনীতির অস্থির পরিস্থিতির প্রতিচ্ছবি। সাম্প্রতিক বছরগুলোতে সাতক্ষীরা ও খুলনা অঞ্চলে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা, গ্রেপ্তার ও হত্যার ঘটনা বাড়ছে। রাজনৈতিক প্রতিহিংসা, ক্ষমতার দ্বন্দ্ব এবং স্থানীয় আধিপত্য বিস্তারের কারণে এ ধরনের সহিংসতা বেড়েছে বলে অনেকে মনে করছেন।
এই ঘটনার পর বিএনপি ও যুবদল নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনৈতিক নেতাকর্মীরা বারবার হত্যার শিকার হলেও আইনশৃঙ্খলা বাহিনী প্রকৃত খুনিদের চিহ্নিত করতে ব্যর্থ হচ্ছে। অন্যদিকে পুলিশ বলছে, এ হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক বিরোধ বা পূর্বশত্রুতার সম্পর্ক থাকতে পারে, তবে তদন্তের আগে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।
তবে, গত তিনমাসে খুলনায় কয়েকটি হত্যার ঘটনা ঘটলেও খুনীরা থেকে যাচ্ছে ধরা ছোয়ার বাইরে। শামীমের নৃশংস হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রাজনৈতিক সহিংসতার নতুন ঢেউ সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। # সাতক্ষীরা প্রতিনিধি। তাং-২৩.০৮.২৫ ছবি আছে।
(আরকে/এএস/আগস্ট ২৩, ২০২৫)