‘শুধু নির্বাচন নয়, সব সময়ই অস্ত্র ঠেকাতে পদক্ষেপ নেওয়া হবে’

স্টাফ রিপোর্টার : শুধু নির্বাচনকালীন নয়, দেশে অন্য সময়ও যাতে কোনো ধরনের অস্ত্র প্রবেশ করতে না পারে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৩ আগস্ট) রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড সংলগ্ন বিএডিসি বীজ ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, আজকেও অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র উদ্ধার একটা চলমান প্রক্রিয়া। প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে। নির্বাচনের আগে আমরা আশা করছি প্রায় সব অস্ত্র উদ্ধার করতে সক্ষম হবো।
নির্বাচনকে ঘিরে বিদেশ থেকে অস্ত্র ঢোকার প্রবণতা প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, অস্ত্র উদ্ধারে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। শুধু নির্বাচন নয়, অন্য সময়ও যেন দেশে কোনো অস্ত্র ঢুকতে না পারে সে ব্যবস্থাও নেওয়া হবে।
নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার আমরা ঠিক সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ চাইলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো অসুবিধা হবে না। চিফ অ্যাডভাইজার যে তারিখ দিয়েছেন আমরা ওই সময়েই সম্পূর্ণ প্রস্তুত থাকবো।
ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনকেন্দ্রিক প্রোপাগান্ডা প্রসঙ্গে তিনি বলেন, এখন দেশ স্বাধীন। আগে অনেক কিছু প্রকাশ করা যেত না, এখন সবাই নিজেদের মতো প্রকাশ করতে পারেন। জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যখন জনগণ ও রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে যাবে তখন কোনো প্রোপাগান্ডাই নির্বাচনে বাধা হয়ে দাঁড়াবে না।
সীমান্তের নিরাপত্তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত। সীমান্তবর্তী জনগণও অত্যন্ত সচেতন। তাই সীমান্ত নিয়ে কোনো আশঙ্কার কারণ নেই।
(ওএস/এএস/আগস্ট ২৩, ২০২৫)