মাগুরায় কাজী সালিমুল হক কামাল ও নয়নের গণসংবর্ধনা ও পথসভা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরা-২আসনের সাবেক সংসদ সদস্য, কাজী সালিমুল হক কামাল ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব,যুবদল নেতা রবিউল ইসলাম এর গণসংবর্ধনা ও পথসভা সম্পন্ন হয়েছে। গত শুক্রবার-২২ আগস্ট বিকালে মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর কালীপ্রসন্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দক্ষিণ মাগুরা ইউনিট-বিএনপি'র আয়োজনে গণসংবর্ধনা এবং পথসভা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি শেখ শফিকুল ইসলাম।
শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম মাস্টারের সঞ্চালনায়,যুবদল দক্ষিণ মাগুরা ইউনিটের সাবেক সভাপতি মোঃ জাফর ইকবাল,যুবদল দক্ষিণ মাগুরা ইউনিটের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ এনায়েত হোসেন বকুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা-২আসনের সাবেক সংসদ সদস্য,ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য,কাজী সালিমুল হক কামাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব,রবিউল ইসলাম।
এসময় মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আখতারুজ্জামান,বিএনপি নেতা আক্কাচ শেখ ও ফারুক মেম্বারের নেতৃত্বে বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মী নিয়ে পথসভায় উপস্থিতি হন।অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরা-২আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য,কাজী সালিমুল হক কামাল বলেন,বিএনপির দলের মধ্যে কোন গ্রুপিং থাকবে না।
এছাড়া দল যাকে মনোনয়ন দিবে আমরা তার হয়ে কাজ করবো।তিনি আরো বলেন,বিএনপির দলের মধ্যে কোন ব্যক্তি অপরাধ করলে আমাদের অভিযোগ দেন। আমরা বিএনপির দল থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।অনুষ্ঠানের প্রধান বক্তা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব,রবিউল ইসলাম নয়ন বলেন,সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আদর্শকে ধারণ করে, মাগুরা-২আসনের সাবেক সংসদ সদস্য, কাজী সালিমুল হক কামাল ও আমি রবিউল ইসলাম নয়,আমরা রাজপথে বিএনপির জন্য জনগণের কল্যাণে কাজ করে যাবো।
(বিএসআর/এএস/আগস্ট ২৩, ২০২৫)