ছাত্রদল নেতাকে ফাঁসাতে যুবদল নেতার ঘরে অগ্নিসংযোগ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সাবেক যুবদল নেতার বসতঘরে রাতের আধাঁরে অগ্নি সংযোগ করে সেই দায় ছাত্রদল নেতার ওপর চাপিয়ে দেওয়ার অভিযোগে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ড কাসেমাবাদ এলাকার।
স্থানীয়রা জানিয়েছেন, গত এক সপ্তাহ পূর্বে মাদক বিক্রির টাকার লেনদেন নিয়ে ৯নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চিনু’র সঙ্গে স্থানীয় আমিনুল ইসলাম নামের এক যুবকের মধ্যে বিরোধ দেখা দেয়। এনিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরলে গা ঢাকা দেয় চিনু। ১৯ আগস্ট এলাকায় ফিরে আসলে স্থানীয় ছাত্রদলকর্মীদের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ওই যুবদল নেতা। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ওই যুবদল নেতার বসতঘরের বৈদ্যুতিক মিটারে অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা। তবে অগ্নিকান্ডে বড়ধরনের কোন ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণ করে বাড়ির লোকেরা। অগ্নিকান্ডের ওই ঘটনায় ছাত্রদল নেতা আব্দুর রহিম ও তার সহযোগী ছাত্রদল কর্মীদের দায়ী করেন যুবদল নেতা চিনু। এনিয়ে কাসেমাবাদ এলাকায় যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
সূত্রে আরও জানা গেছে, গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ড কাসেমাবাদ এলাকা মাদকের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। এতে প্রতিনিয়ত যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। একাধিক মাদক বিক্রেতা ওই এলাকায় ধরাছোয়ার বাইরে থেকে মাদক বিক্রি করে আসছে। এমনকি যুবদল নেতা সিরাজুল ইসলাম চিনুর বিরুদ্ধেও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম বলেন, একাধিক মাদক মামলার আসামি সিরাজুল ইসলাম চিনু এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। সে (চিনু) পুলিশের তালিকাভূক্ত মাদক বিক্রেতা। তার বসতঘরে নাটকীয় অগ্নিকান্ডের ঘটনার দায় আমার ওপর চাপিয়ে দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করে আসছে মাদক কারবারি সিরাজুল ইসলাম চিনু ও তার সহযোগীরা।
তিনি আরও বলেন, আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও মাদক বিক্রিতে বাঁধা প্রদান করায় একটি পক্ষ এবং মাদক সিন্ডিকেট আমার ওপর ক্ষিপ্ত। তারা আমার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এরআগেও আমার বিরুদ্ধে একাধিকবার ষড়যন্ত্র করে ওই মাদক সিন্ডিকেট ব্যর্থ হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।
মাদক সংশ্লিষ্টার অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা সিরাজুল ইসলাম চিনু বলেন, তার ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা আব্দুর রহিম ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে রাতের আধাঁরে তার বসতঘরে অগ্নি সংযোগ করা হয়েছে। এঘটনায় ছাত্রদল নেতা আব্দুর রহিম ও সৈকত মন্ডলের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করে শুক্রবার সন্ধ্যায় থানায় পৃথক একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাতে গৌরনদীতে কোথাও অগ্নিকান্ডের কোন ঘটনা ঘটেছে বলে জানা নেই। অগ্নিকান্ডের বিষয়ে আমাদের কেউ অবগত করেনি। গৌরনদী থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, এব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
(টিবি/এসপি/আগস্ট ২৩, ২০২৫)