ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মিছিলে হামলা মামলায় নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান উদ্দিন (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদপুর জেলার সদর থানা থেকে তাকে গ্রেপ্তার এবং পরে আদালতের মাধ্যমে পাবনা জেলা হাজতে পাঠানো হয়েছে বলে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আব্দুর নূর শনিবার দুপুরে জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত সাধারণ সম্পাদক আরমান উদ্দিন (২৮) ঈশ্বরদী পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের মৃত জামাল উদ্দিনের পুত্র।

ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) এ বি এম মনিরুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই নেতা গত বছরের ৪ আগস্ট উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা মামলায় আসামি। এতদিন পলাতক ছিল। সে চাঁদপুর জেলায় আত্মগোপনে থেকে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতো।

পাবনার পুলিশ সুপার, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ ঈশ্বরদীর তত্ত্বাবধানে ঈশ্বরদী থানা পুলিশের একটি চৌকস দল আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান সনাক্ত পূর্বক তাকে গ্রেফতার করে।

(এসকেকে/এসপি/আগস্ট ২৩, ২০২৫)