গোপালগঞ্জে বাস পানিতে পড়ে আহত ১০
.jpg)
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বরিশাল গামী বাস রাস্তার খাদে পানিতে পড়ে অন্ততঃ ১০ যাত্রী আহত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কোন খবর পাওয়া যায়নি।
আজ শনিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার তপারকান্দি নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা শাওন-সাগর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে আসলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। পরে রাস্তার খাঁদের পানিতে পড়ে যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, উদ্ধার কাজ চলছে। বেশ কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।
এদিন সকালে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ২০ যাত্রী আহত হয়।
(টিবি/এসপি/আগস্ট ২৩, ২০২৫)