বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা উপজেলায় মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রী (১২) নিখোঁজ রয়েছে মর্মে জানা গেছে। নিখোঁজ ওই ছাত্রীর বাড়ি চরপাড়া এলাকায় এবং ওই এলাকার এক মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।

সরেজমিনে গেলে নিখোঁজ ছাত্রীর পরিবার জানায়, আমাদের মেয়ে অত্যন্ত মেধাবী সে চরপাড়ার এক মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছে। আমাদের মেয়ে প্রতিদিনের মতো গত ১৪ই আগষ্ট সকাল ৯টায় বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বই খাতা নিয়ে বের হয়। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়িতে না ফেরায় দুশ্চিন্তায় পড়ে যায় আমরা। তখন ওই ছাত্রীর ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে সেসময় ওই ছাত্রীর ব্যবহৃত ফোনটি বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা আর সম্ভব হয়নি বলে জানান পরিবার।

প্রতিবেশীরা জানান, মেয়েটি নিখোঁজ হওয়াই শোকে মা অসুস্থতায় শয্যাশায়ী হয়ে পড়েছেন এবং রাস্তায় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে মেয়েটির পথ চেয়ে। ছাত্রীর মা প্রতিবেদক কে বলেন, লেখাপড়ায় বেশ ভালো মনোযোগী ছিলো কিন্তু কোথায় যে কি হলো হঠাৎ মেয়েকে আর খুজে পাচ্ছিনা। এরপর ছাত্রীর পরিবারের সদস্যরা নিকটতম আত্নীয় স্বজনের বাড়িতে খোঁজখবর নেয়। যদিও খোঁজ খবর কালে তাদের আত্নীয় স্বজন জানায় ওই ছাত্রী তাদের বাড়িতে আসেনি। এরপর পরিবার মেয়েটিকে উদ্ধারে সোনাতলা থানায় গিয়ে একটি সাধারণ ডাইরী দায়ের করেন।

এ বিষয়ে জোরগাছা ইউনিয়ন বিট পুলিশের দ্বায়িত্বে থাকা এস আই শিমুল দাস বলেন, মাদ্রাসা পড়ুয়া ওই ছাত্রীর অবস্থান নিশ্চিত করনে আমরা কাজ করে যাচ্ছি।

মেয়েটি নিখোঁজ ও সাধারণ ডাইরীর বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন-নবী জানান, পরিবারের সদস্যদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি মাদ্রাসা পড়ুয়া ওই ছাত্রী প্রেমে সংক্রান্ত ঘটনায় নিখোঁজ রয়েছেন তবে যথা সম্ভব তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ ওই ছাত্রীকে উদ্ধারে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।

(বিএস/এসপি/আগস্ট ২৩, ২০২৫)