সেই কৃষকদল নেতাকে দল থেকে সাময়িক বহিস্কার

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভেজাল দুধের কারবারি উপজেলার বিলচলন ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিনকে দল থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।
কৃষকদল নেতা আব্দুল মনিনের মালিকাধীন ভেজাল দুধ সংগ্রহ ও তৈরীর প্রতিষ্ঠানে (চিলিং সেন্টারে) দুই দফা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিনকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল চাটমোহর উপজেলা শাখার আহ্বায়ক লিটন বিশ্বাস এবং সদস্য সচিব আজাদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী পুলিশ ও আনসার সদস্যের নিয়ে প্রথম দফায় সোমবার (১৮ আগস্ট) রাত ১০টার দিকে আব্দুল মমিনের সেই ভেজাল দুধের কারখানায় অভিযান চালান। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান আব্দুল মোমিন ও তার সহযোগিরা। এ সময় ক্যানভর্তি প্রায় ২০ মণ ভেজাল দুধ, সয়াবিন তেল, কেমিক্যাল, মিক্সার গ্রাইন্ডারসহ বিভিন্ন উপকরণ জব্দ করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন ইউএনও মুসা নাসের চৌধুরী। পরে নিলামে দুধের ক্যান, ড্রামসহ বিভিন্ন উপকরণ ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে। চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. মনজুরুল আলম নিলামের বিষয়টি নিশ্চিত করেছেন।
দ্বিতীয় দফায় ভেজাল দুধের কারবারি সেই কৃষকদল নেতার দুধ সংগ্রহের প্রতিষ্ঠানে (চিলিং সেন্টারে) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। বৈধকাগজ পত্র না নিয়েই ব্যবসা পরিচালনার করার অভিযোগে বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া বাজারে ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
(এসএইচ/এসপি/আগস্ট ২৩, ২০২৫)