রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজর আলী (২৩) নামে এক মৎস্য ঘের কর্মচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যার দিকে কলারোয়া উপজেলা দামোদারকাটি গ্রামে এই ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে নিহত ফজর আলী সাতক্ষীরার কলারোয়া উপজেলার দামোদরকাটি গ্রামের জয়নাল সরদারের ছেলে।

পুলিশ জানায়, ফজর আলী দীর্ঘদিন ধরে স্থানীয় তালেব চেয়ারম্যানের মৎস্য ঘেরে কাজ করেন। ঘেরের পানি সরবরাহের বৈদ্যুতিক মটরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে শুক্রবার সন্ধ্যার দিকে তিনি নিজে তা ঠিক করার চেষ্টা করছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার হাতে একটি প্লাস পাওয়া গেছে।

কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

(আরকে/এসপি/আগস্ট ২৩, ২০২৫)