নড়াইলে জুলাই শহীদ পরিবারের হাতে জেলা প্রশাসকের উপহার

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে জুলাই গণঅভ্যুত্থানে নিহত দুই শহীদ পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
সামাজিক সংগঠন ঊষার আলো সূর্যসংঘ-এর উদ্যোগে শুক্রবার (২২ আগস্ট) বিকালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এ সম্মাননা প্রদান করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানে নড়াইলের লোহাগড়া উপজেলার শিয়রবর গ্রামের সালাউদ্দিন সুমন এবং নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের রবিউল ইসলাম লিমন শহীদ হন। অনুষ্ঠানে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান শহীদ সুমনের ভাই মিন্টু মোল্যা ও ভাতিজা মইন মোল্যার হাতে উপহারসামগ্রী তুলে দেন। একইসঙ্গে সুমনের স্ত্রীর জন্যও উপহার প্রদান করা হয়। তবে শহীদ রবিউল ইসলামের পরিবারের সদস্যরা উপস্থিত না থাকায় তাদের উপহার পরবর্তীতে পৌঁছে দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।
ঊষার আলো সূর্যসংঘের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ মেহেদী হাসান, জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান, সদর থানার পরিদর্শক (তদন্ত) জামিল কবির, সহকারী অধ্যাপক মাওলানা জহুরুল ইসলাম, প্রভাষক সামিরা খানম প্রমুখ।
এ ছাড়া জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলাইযোদ্ধা এস এম সালাউদ্দিন, সাহিত্য সম্পাদক আবুল কালাম আজাদ, সংগঠনের সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ, নড়াইল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(আরএম/এসপি/আগস্ট ২৩, ২০২৫)