বাগেরহাটে ট্রাকের সাথে সংঘর্ষে বাইক চালক নিহত
.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের সাথে মটরসাইকেলের মুখমুখি সংঘর্ষে তোফাজ্জেল হোসেন পলাশ (২১) নামে এক মটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগষ্ট) গভীর রাতে খুলনা-মোংলা মহাসড়কের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মটরসাইকেল চালক তোফাজ্জেল খুলনা শহরের টুটপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার গভীর রাতে নিহত ব্যক্তি তোফাজ্জেল মোংলা থেকে মটরসাইকেলযোগে খুলনা যাচ্ছিল। খাজুরা এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকের সাথে মুখোমূখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনি মারা যান। দুর্ঘটনায় মটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও মটরসাইকেলটি উদ্ধার করে। তবে চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
(এস/এসপি/আগস্ট ২৩, ২০২৫)