মধুখালি থেকে তিন রাউন্ড তাজা গুলিসহ পাকিস্তানি রিভলবার উদ্ধার

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের মধুখালি উপজেলায় র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে তিন রাউন্ড তাজা গুলি ও একটি ব্যবহৃত গুলির খোসাসহ পাকিস্তানে তৈরি একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।
শনিবার এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন র্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস কর্মকার।
র্যাব জানান, শনিবার ভোরে জেলার মধুখালি উপজেলার দেনমোহরপুর গ্রামে যৌথ অভিযান চালানো হয়। এ সময় ইব্রাহিম খান নামে এক ব্যক্তির বাগানে তল্লাশি চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় পাকিস্তানের তৈরি একটি রিভলবার তিন রাউন্ড তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।
এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ফরিদপুর জেলার মধুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান উত্তরাধিকার ৭১ নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেছেন, পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যাওয়ায় এ বিষয়ে কোনো মামলা হয়নি। তবে বিষয়টির নিয়ে কাজ করছে মধুখালি থানা পুলিশ বলেও জানান ওসি নুরুজ্জামান।
(আরআর/এএস/আগস্ট ২৩, ২০২৫)