মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজনৈতিক প্রতিহিংসা শিখার মেধাবী ছাত্রনেতা শহীদ আবু তৈয়ব মোল্লার দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান।
গত ২৩ আগস্ট শনিবার বিকালে উপজেলার রাড়িখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী।রাজাপুর ইউনিয়ন বিএনপির নেতা মোঃ মোসলেম বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক এ্যাডঃ মিথুন রায় চৌধুরী, জেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক এ্যাডাঃ খাঁন রোকনুজ্জামান, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, জেলা বিএনপির সদস্য নাজমুল হাসান লিটন, জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান চকলেট, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম, জেলা জাসাস সদস্য সচিব, এম ফেরদৌস রেজা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এ্যাডঃ মনিরুল ইসলাম মুকুল,দক্ষিণ মাগুরা বিএনপির সাবেক যুগ্ম- আহবায়ক ওলিয়ার রহমান মাস্টার, শহীদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শহীদ আবু তৈয়ব মোল্লার চাচা গোলাম রব্বানী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম তারা।
বক্তারা শহীদ আবু তৈয়ব মোল্যার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন,রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি জানান।
প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডঃ নিতাই রায় চৌধুরী বলেন,মাগুরা জেলার সমস্ত শহীদদের হত্যার বিচার আইনের মাধ্যমে করা হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।সবশেষে শহীদ আবু তৈয়ব মোল্লা সহ সকল শহীদের জন্য দোয়া করা হয়।
(বিএসআর/এএস/আগস্ট ২৪, ২০২৫)