ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় অভিযান চালিয়ে ল্যাপটপসহ তিন চোরকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। শনিবার (২৩ আগস্ট) গভীর রাতে শহরের পৌর এলাকার ইস্তা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা এই চোরদের গ্রেপ্তার করা হয়। রবিবার (২৪ আগস্ট) বিকালে চোরদের পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাটোরের লালপুরের দণি লালপুর কলোনির আসাদুল ইসলাম ও শামীম মন্ডল এবং দিনাজপুরের কোতোয়ালি থানার মো. রনি। জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আসামি শামীম মন্ডলের কাছ থেকে ঈশ্বরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি হওয়া দুটি ল্যাপটপ পুলিশ উদ্ধার করে।

এরআগে গত ১৮ আগস্ট রাতে শহরের স্টেশন সড়কের পাশে কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈশ্বরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। বিদ্যালয় থেকে দুটি ল্যাপটপ চুরি হয়। পরদিন ১৯ আগস্ট রাতে চুরির ঘটনা ঘটে পূর্বটেংরি বালিকা উচ্চ বিদ্যালয়ে। অফিসের প্রবেশপথ বারান্দার গ্রিলের ও অফিস করে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে অফিসের ফাইলপত্র চোরেরা তছনচ করে । তবে আলমারির তালা ভাঙতে না পারায় ল্যাপটপ নিতে পারেনি।

পুলিশ জানায়, এ চুরির ঘটনায় ঈশ্বরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেন।

ঈশ্বরদী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে পৌরসভার ইস্তা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পূর্বটেংরী গার্লস স্কুল থেকে চোরেরা ২১৭ টাকা ছাড়া অন্য কিছু নিতে পারেনি।

(এসকেকে/এসপি/আগস্ট ২৪, ২০২৫)