প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ

মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : ফেসবুকের মাধ্যমে পরিচয়, তারপর বন্ধুত্ব ,অত:পর প্রেম। প্রেমের টানে হাজার কিলোমিটার পাড়ি দিয়ে চীন থেকে কুষ্টিয়ায় প্রেমিকার বাড়িতে এসেছেন শি জিং ইউ নামের এক যুবক।
শনিবার রাতে ঢাকায় পৌঁছে আজ রবিবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে প্রেমিকা বৃষ্টি খাতুনের বাড়িতে আসেন তিনি।
পরে দুপুরের দিকে প্রেমিকা বৃষ্টি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুষ্টিয়া আদালতে যান শি জিং ইউ। আদালতে তিনি বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমানে নাম রাখেন সোহান আহাম্মেদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুকে তাদের পরিচয় হওয়ার পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে দূরদেশ থেকে এসে মুসলিম রীতিতে প্রেমিকা বৃষ্টিকে বিয়ের করবেন তিনি।
বৃষ্টির পরিবারের সদস্যরা জানিয়েছেন,শি জিং ইউ একজন ভদ্র ও আন্তরিক মানুষ। তিনি আমাদের সংস্কৃতি ও ধর্মকে শ্রদ্ধা করে যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে আমরা অত্যন্ত খুশি। বৃষ্টির সঙ্গে মুসলিম রীতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন তিনি। এজন্যই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
এদিকে ওই চীনা যুবককে দেখতে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে প্রেমিকা বৃষ্টির বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা।
(এমজে/এসপি/আগস্ট ২৪, ২০২৫)