আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ঐতিহ্যবাহি গৌরনদী প্রেক্লাবের সাবেক সহ-সম্পাদক মো. সাহেব আলী হাওলাদার (এইচএমএস আলী’র) আকস্মিক মৃত্যুতে শোক সভা, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে শনিবার বাদ আসর প্রেসক্লাব কার্যালয়ে আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান এর সভাপতিত্বে শোক সভায় স্মৃতি চারন করে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক সিনিয়ার সাংবাদিক জহিরুল ইসলাম, প্যানেল আহবায়ক সিনিয়ার সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া, প্রয়াত সাংবাদিকের একমাত্র ছেলে এইচএম মাকসুদ আলী সুমন সহ অন্যান্যরা। শেষে প্রয়াত সাংবাদিক মো. সাহেব আলী হাওলাদারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন খান।

(টিবি/এসপি/আগস্ট ২৪, ২০২৫)