রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল সদর উপজেলায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

রবিবার (২৪ আগষ্ট) বিকালে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আমেনা খাতুন (৭) ও নাফিস মোল্যা (৬)। তারা দিঘলিয়া গ্রামের কৃষক ইকরামুল মোল্যার সন্তান এবং তারা স্থানীয় বি গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে , রবিবার বিকালে আমেনা ও নাফিস মায়ের অগোচরে পাশের একটি ঘেরে গোসল করতে যায়। পরে দীর্ঘ সময় তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা ঘেরে তল্লাশি চালিয়ে শিশু দুটিকে উদ্ধার করেন। স্থানীয়রা দ্রুত তাদেরকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(আরএম/এএস/আগস্ট ২৪, ২০২৫)