মহম্মদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরের সেবামূলক সংগঠন নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ২০২৫ সম্পন্ন হয়েছে।
গত (২৪ আগস্ট) রবিবার সকাল-৮টা থেকে দুপুর-২টা পর্যন্ত নহাটা ইউনিয়ন উপ-কেন্দ্রের সম্মুখে খুলনার-শিরোমনি বি.এন.এস.বি.চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার এলাকার রোগীদের চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনা পত্র প্রদান করেন। দি ফেল্ড হলোজ ফাউন্ডেশন অস্ট্রেলিয়া'র অর্থায়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শেষ হয়েছে।ওই দিন তিন শত চোখের রোগীকে চিকিৎসা দেওয়া হয়।
এদের মাঝে চোখের ছানি পড়া ও অন্যান্য সমস্যার জন্য-৩৫ জন রোগীর চোখের অপারেশন করার জন্য
খুলনার-বি.এন.এস.বি.চক্ষু হাসপাতালের নিজস্ব পরিবহনে করে পাঠানো হয়েছে।এবং তাদের থাকা খাওয়া ও চোখের চিকিৎসা সেবা প্রধান কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।
(বিএসআর/এএস/আগস্ট ২৫, ২০২৫)