ডেঙ্গু প্রতিরোধ ও বাল্যবিয়ের কুফল নিয়ে সচেতনতা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ডেঙ্গু প্রতিরোধ ও বাল্যবিয়ের কুফল বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং মানুষ মানুষের জন্য যুব সংগঠনের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সকালে গৌরনদী গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি বলেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে বড় ওষুধ হচ্ছে সচেতনতা। আমাদের প্রত্যেকের ঘরবাড়ি, আঙ্গিনা ও আশপাশ পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি নিয়মিত পরিস্কার করা জরুরি। সামান্য অসচেতনতাই বড় বিপদের কারণ হতে পারে।
তিনি আরও বলেছেন, বাল্যবিবাহ শুধু একটি মেয়ের শৈশবকে কেড়ে নেয় না; একইসাথে তার শিক্ষাজীবন, শারীরিক স্বাস্থ্য ও ভবিষ্যতকেও ঝুঁকির মধ্যে ফেলে দেয়। এর কুফল থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হলে পরিবার ও সমাজের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।
গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নির্মল কান্তির সভাপতিত্বে ও প্রভাষক মাসুদ করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. গৌরব মজুমদার, গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মো. মাহবুব আলমসহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মানুষ মানুষের জন্য যুব সংগঠনের সভাপতি মো. শামীম সরদার। এ সময় সংগঠনের সহ-সভাপতি জাহিদ বেপারী, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিমন, সাংগঠনিক সম্পাদক জাহিদ সরদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং গৌরনদী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
(টিবি/এসপি/আগস্ট ২৫, ২০২৫)