কানাইপুরে গণঅধিকার পরিষদের গণসংযোগ, লিফলেট বিতরণ

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে গণসংযোগ করেছেন তরুণ রাজনৈতিক সংগঠন গণঅধিকার পরিষদের জেলা ও সদর উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
আজ সোমবার দুপুরের দিকে ফরিদপুর সদরের কানাইপুর বাস স্ট্যান্ড ও কানাইপুর বাজার সহ আশেপাশের এলাকায় গণসংযোগ করেছেন তারা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৩ আসন থেকে দলটির ট্রাক মার্কার নিয়ে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী মোর্শেদুল ইসলাম আসিফ-এর পক্ষে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন দলটির তাঁর অনুসারী নেতাকর্মীরা।
এ সময় স্থানীয় নেতাকর্মীদের সাথে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সহ- সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মতিয়ার, জেলা গণ অধিকার পরিষদের সহ-অর্থ সম্পাদক শেখ জাহিদ হাসান, জেলা যুব অধিকার পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক শাওন মাহমুদ ও সদর উপজেলা গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় ফকির সহ আরও অনেকে।
(আরআর/এসপি/আগস্ট ২৫, ২০২৫)