রিপন মারমা, কাপ্তাই : রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণির ৬ শিক্ষার্থীকে রাজন বড়ুয়া নামের এক শ্রেণি শিক্ষকের বেধড়ক বেত্রাঘাট করার অভিযোগ পাওয়া গেছে। এতে ২ শিক্ষার্থীকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলো কাপ্তাই বড়ইছড়ি মারমা পাড়া সাথুই অং মারমা মেয়ে অংমেচিং মারমা (১৪)ও রাঙ্গামাটি সদর কেরেক কাঁটা এলাকার সুজন চাকমা মেয়ে রিনি চাকমা (১৫) ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ আগস্ট) বিকেলে। তবে অসুস্থ শিক্ষার্থীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, দুপুরে ক্লাস চলাকালীন সময়ে কয়েকজন ছাত্রী প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য শ্রেণি শিক্ষক রাজন বড়ুয়ার কাছে ওয়াশরুমে যাওয়ার অনুমতি চান। ওয়াশরুম থেকে ফিরে আসার পর প্রথমে শিক্ষক তাদের কান ধরে শাস্তি দেন। পড়ে ৬ জন শিক্ষার্থীদের বেধড়ক বেত্রাঘাট বাঁশ দিয়ে পিটুনি দেয়। এ সময় ১ জন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে আরেকজন হাতে আঘাত পান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এসময় ছাত্র অভিভাবকরা দায়ী শিক্ষকের বিচার দাবি করেন।

এ বিষয়ে বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া মোবাইল ফোনের একাধিকবার কল দিলেও সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নেলী রুদ্র বলেন, বিষয়টি সবকিছু জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আরএম/এএস/আগস্ট ২৫, ২০২৫)