সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় নিখোঁজের ৬দিন পর শাহজাহান মাতুব্বর (৪৮) নামের এক কর্মজীবির লাশ উদ্ধার করা হয়েছে। (২৫ আগষ্ট) সোমবার রাত আটটার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের ইজারা পাড়ায় শিপন মাতুব্বরের ঘরের খাটের উপর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহতের বাড়ী একই এলাকা ইউসুফদিয়া গ্রামে। সে মৃত রুহুল আমীনের পুত্র ও সালথার নবকাম পল্লী কলেজের অফিস সহকারী। সে এক পুত্র ও এক কন্যার জনক ছিলেন।

স্থানীয়রা জানান, সোমবার রাতে শিপনের ঘরের মধ্যে বিছানার উপরে শাজাহানের মৃত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, গত বুধবার সকালে বাড়ি থেকে বের হয় শাহজাহান মাতুব্বর। আর বাড়ি ফিরে না আসায় তারা মনে করেছিলো কলেজে আছে। কলেজে খোঁজ নিয়ে যখন জানতে সেখানেও নাই, তখন তারা বিভিন্ন আত্মীয় বাড়ি খুজতে থাকে। কোথাও খুজে না পেয়ে আজ সোমবার দুপুরে সালথা থানায় একটি সাধারণ ডায়েরী করে নিহতের পরিবার।

নবকাম কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান বলেন, গত মঙ্গলবার কলেজ শেষে বাড়ি গেছে। পরেরদিন বুধবারে কলেজে না আসায় শাহজাহান আলীর পরিবারের সাথে যোগাযোগ করলে তারাও বলেন সেতো বাড়িতে নাই। আজ খবর পেলাম বাড়ির পাশে আরেকটি ঘরের মধ্যে লাশ পড়ে আছে। এই খবর পেয়ে আমরা শিক্ষকরা ঘটনাস্থলে এসেছি। শাহজাহান আলী অনেক ভালো একজন মানুষ ছিলো। আমরা চাই শাহজাহান আলীর মৃত্যুর কারণ বের হয়ে আসুক।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে ফরিদপুরে পাঠানো হয়েছে। এর আগে আজ সোমবার দুপুরে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করেন। ময়না তদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।

(এএনএইচ/এএস/আগস্ট ২৬, ২০২৫)