সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : চট্টগ্রাম ফয়েজলেক আবাসিক মালিক সমিতির নির্বাচনে বিপুল ভোটে যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেন ওরফে আকবর দুবাইওয়ালা।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যায় চর ওয়াপদা ইউনিয়নের থানার হাট বাজারে গণসংবর্ধনা আয়োজন করে এলাকাবাসী।
এসময় উপস্থিত ছিলেন, চর ওয়াপদা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলা উদ্দিন, চর ওয়াপদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি বর্গ।
বক্তারা বলেন, সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেন চট্টগ্রাম ফজলিক আবাসিক মালিক সমিতির নির্বাচনে বিপুল ভোটে যুগ্ন সাধারন সম্পাদ নির্বাচিত হয়ে সুবর্ণচরের মুখ উজ্জ্বল করেছেন, চট্টগ্রাম সুবর্ণচরের সন্তানরা ব্যাপক অবদান রেখে সুবর্ণ চর তথা নোয়াখালী সুনাম অক্ষুন্ন রাখছেন এটি আমাদের জন্য গর্বের বিষয়।
(এস/এসপি/আগস্ট ২৬, ২০২৫)