ঈশ্বরগঞ্জে শাক সবজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে বিপাকে সাধারণ ক্রেতারা

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ঈশ্বরগঞ্জে হাটবাজারে শাক সবজির অগ্নিমূল্য বিরাজ করছে। দিনদিন সবজির দামের উত্তাপ ছড়াচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষ পড়েছে চরম বিপাকে। লাগামহীন মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাইরে চলে গেছে।
উপজেলার ঈশ্বরগঞ্জ, সোহাগী, লক্ষীগঞ্জ, আঠারবাড়ি উচাখিলাসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায় আলু ছাড়া সব ধরনের শাক সবজি বিক্রি হচ্ছে চড়া মূল্যে। ঈশ্বরগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী কামরুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, বেগুন, কাকরুল, পটল প্রতিকেজি ৮০ টাকা। করলা ১২০ টাকা, চিচিঙ্গা ৯০ টাকা, লাউ আকার ভেদে ৮০ থেকে ৯০ টাকা, শসা ৭০ টাকা, গাজর ১২০ টাকা, টমেটো ১৬০ টাকা। লাল শাক প্রতিকেজি ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। সবজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ এখন দিশেহারা।
উপজেলার মাঝিয়াকান্দি গ্রামের মফিজ উদ্দিন নামের এক ক্রেতা জানান, আয় রোজগার করার কোন পথ নেই। ধারা দেনা করে সংসার চলে আমার। বাজারে তরিতরকারির দাম যে বাড়ছে তাতে আমরার মতো গরিব মাইনষের পক্ষে কিনা সম্ভব না। তবে ক্রেতা সাধারণের ধারণা সবজির উৎপাদন ঠিক থাকলেও ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারনে মূল্য বৃদ্ধি পাচ্ছে।
এ ব্যাপারে পাইকারি সবজি ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, প্রাকৃতিক দুযোর্গ অতি বৃষ্টির কারনে সবজি খেতের ক্ষতি সাধিত হওয়ায় বাজারে শাক সবজির আমদানি কম হচ্ছে। তাই বাজারে সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান বলেন, বাজারে সবজির মূল্য আমরা নির্ধারণ করি না তবে বাজারে সবজির কোন ঘাটতি নাই। ঈশ্বরগঞ্জে প্রাকৃতিক দুর্যোগের কারনে ফসলের কোন ক্ষতি হয়নি বরং মূল্য বৃদ্ধি হওয়ায় কৃষকরা সবজি বিক্রি করে লাভবান হচ্ছেন।
(এন/এসপি/আগস্ট ২৬, ২০২৫)