স্টাফ রিপোর্টার : দেশে নবনিযুক্ত বিচারপতিদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে গতকাল সোমবার ২৫ জন বিচারপতি নিয়োগ পেয়েছেন। এঁদের মধ্যে ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ৯ জন আইনজীবী এবং ৭ জন আইন কর্মকর্তা। উপরোল্লিখিত প্রতিটি অঙ্গনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের যোগ্য ব্যক্তিত্বের যথেষ্ট অবস্থান থাকা সত্বেও অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করা গেলো যে, দেশের ১০ শতাংশ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর একজনও এই ২৫ জন নবনিযুক্ত বিচারপতির মধ্যে নেই।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষে সংগঠনের সভাপতিত্রয় অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, ঊষাতন তালুকদার ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এ ব্যাপারে তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।

(ওএস/এসপি/আগস্ট ২৬, ২০২৫)