শাহ্ আলম শাহী, দিনাজপুর : একটি স্বার্থান্বেষী মহল উদ্দ্যেশ্য প্রণোদিত ভাবে পিকনিক ও বিনোদন স্পট 'জীবন মহল' এর  স্বত্বাধিকারী ড. আনোয়ার চৌধুরী জীবনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার করার প্রতিবাদে দিনাজপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবাব সকালে জীবন মহলের দরবার শরীর হলে বিরল প্রেসক্লবের ব্যবস্থাপনায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে ড.আনোয়ার চৌধুরী জীবন লিখিত বক্তব্য তুলে ধরেন।

ড. জীবন চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে একটি মহল প্রনোদিতভাবে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছেন আমার বিরুদ্ধে। এবার জাতীয় নির্বাচনে সময় ঘোষনা হওয়ার পর থেকেই আমার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়ে গেছে মহলটি। যাতে আমি নির্বাচন করতে না পারি। এরই অংশ হিসেবে গত ১৮ আগস্ট আমার জীবন মহল রিসোর্টে একটি নাটক সাজিয়ে ডিবি এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আমার স্টাফদের জেল জরিমানা করা হয়েছে। যা আইনের প্রতি শ্রদ্ধাশীল শেষে আমি সমস্ত কিছু মেনে নেয়েছিলাম। এর পরও এই কুচক্রি মহল থেমে নেই তাদের ভাড়া করা লোক দিয়ে জীবন মহল পার্কের সামনে এসে পার্ক ভেঙ্গে ফেলার এবং আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। সেইসঙ্গে ফেসবুকে বিভিন্ন গ্রুপ তৈরী করে কুরুচিপূর্ণ প্রপগন্ডা ছড়াচ্ছে।

তিনি আরও বলেন, 'এলাকাবাসীর সুবিধার জন্য দীর্ঘ ২৪ বছর সুখে-দুঃখ্যে পাশে থাকার চেষ্টা করেছি। ফ্রি এ্যাম্বুলেন্স ব্যবস্থা, ভ্রম্যমান মেডিকেল, চক্ষু চিকিৎসা, শীতবস্ত্র কম্বল, স্যুয়েন্টার, ঈদে নতুন কাপড়, সেমাই-চিনি ও নগদ অর্থ বিতরণ করে আসছি।'

বিরল প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিউর রহমান আতিক, সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম, সাংবাদিক মোঃ নুরে আলম সিদ্দিক, দিপংকর রায়, সাদেকুল ইসলাম সুবেল, সুবল রায়সহ
সংবাদ সম্মেলনে জেলা শহর,বিরল ও বোচাগঞ্জের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা প্রশ্নোত্তরে অংশ নেয়।

সংবাদ সম্মেলনে ড. জীবন চৌধুরী জানান,'স্বার্থান্বেষী মহলের উদ্দ্যেশ্য প্রণোদিত ষড়যন্ত্র ও অপপ্রচার রুখে দিতে আগামি ২৮ আগস্ট বিকেল ৩ টায় 'জীবন মহল' প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে প্রতিবাদ সভার আয়োজন ছাড়াও প্রতিবাদ সভা শেষে বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বারকলিপি প্রদান করবেন এলাকাবাসী।

তিনি আরো জানান, 'স্বার্থান্বেষী মহলটি ঘোলা পানিতে মাছ শিকারের উদ্দ্যেশ্য এলাকাবাসীর আন্দোলনের দিনে তারাও আমার বিরুদ্ধে আন্দোলনের নামে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায়। আমার জীবন মহলের সামনে এসে আন্দোলনের নামে ভাঙচুর ও রক্তপাত ঘটাতে চায়। তারা নিজেরাই রক্তপাত ঘটিয়ে পরিস্থিতি ঘলাটে করতে চায়। যুক্তি সংগত তারা যদি আমার বিরুদ্ধে কোন আন্দোলন করতে চায়, তারা নিয়মানুযায়ী প্রেসক্লব, ইউওএন অফিস বা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে করবে, প্রেসক্লবে সংবাদ সম্মেলন করবে, কিন্তু আমার জীবন মহলের সামনে কেনো? এর উত্তর জানতে চাই, সচেতন মহলের কাছে!'

(এসএস/এসপি/আগস্ট ২৬, ২০২৫)