আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলার টরকী ও গৌরনদী বন্দরে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এসময় ওইসব প্রতিষ্ঠানের মালিকদের নগদ অর্থ জরিমানা করা হয়েছে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অভিযানে টরকী বন্দরের মক্কা ট্রের্ডাসের মালিককে দশ হাজার টাকা, গৌরনদী বন্দরে তপন স্টোরের মালিককে সাত হাজার টাকা, গৌতম কুন্ডু স্টোরের মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

(বি/এসপি/আগস্ট ২৬, ২০২৫)