আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বিএনপির নাম ব্যবহার করে একটি ফিলিং স্টেশনের পরিচালকের কাছে ডাকযোগে চিঠি পাঠিয়ে প্রতিমাসে ৩০ হাজার টাকা করে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি কাউকে না জানানোর জন্য প্রেরিত ওই চিঠিতে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জাহিদ হোসেন বলেন, ২৫ আগস্ট দুপুরে ডাকযোগে তার কাছে এই চিঠিটি আসে। চিঠির ভাষাগুলো হুবাহুব তুলে ধরা হলো- “পরিচালক আশোকাঠী ফিলিং স্টেশন (তৈল পাম্প)। আমি দলীয় কাজ করি। বিএনপি দলের সাথে থাকি। ছোট-বড় সব মিটিংয়ে আমি হাজির থাকি। আমার অনেক খরচ, একটু সহযোগিতা করিবেন। প্রতিমাসে ৩০ হাজার টাকা করে দিবেন। টাকা দিতে ভুল করিবেনা। অন্য কারো কাছে বলিবেনা। আমাকে ডাক দিলেই পাইবেন। আমি বাড়ি থাকি। টাকা না দিলে ভুল করিবেন। অন্য কাউকে ভাগ বসাবেন না। আমি হলাম-মোঃ বেল্লাল হাওলাদার, পিতা মৃত আঃ রব হাওলাদার, গ্রাম-দক্ষিণ নাঠৈ, পোঃ নাঠৈ, থানা-গৌরনদী, জেলা-বরিশাল। জাহিদ হোসেন আরও বলেন, চিঠি পাওয়ার পর বিষয়টি ফিলিং স্টেশনের মালিক পক্ষকে অবহিত করা হয়েছে। এনিয়ে তারা কর্মরত স্টাফরা কিছুটা চিন্তিত রয়েছেন।

তবে চিঠিতে উল্লেখ করা ঠিকানা অনুযায়ী খোঁজ নিয়ে ওই নামের কাউকে পাওয়া যায়নি। আশোকাঠী ফিলিং স্টেশনের মালিক আলহাজ মো. আলাউদ্দিন ভূঁইয়া বলেন, বিষয়টি স্থানীয় বিএনপির নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানিয়েছেন, অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, অজ্ঞাতনামা দুস্কৃতকারী কিংবা প্রতিপক্ষ রাজনৈতিক দলের কেউ বিএনপির নাম ব্যবহার করে বদনাম রটাতে এমন অপকর্মের সাথে জড়িত থাকতে পারে।

তিনি আরও বলেন, গৌরনদীর কোন বিএনপির লোক এ ধরনের কাজের সাথে জড়িত নেই। গৌরনদী উপজেলা বিএনপির নেতাকর্মী কিংবা সমর্থকদের বিরুদ্ধে এ ধরনের কাজের সাথে জড়িত থাকার কোনধরনের প্রমান পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি জানিয়েছেন।

(টিবি/এসপি/আগস্ট ২৬, ২০২৫)