শিশু ইকরা কিডনী রোগে আক্রান্ত, অর্থাভাবে চিকিৎসা বন্ধ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মাত্র ১৫ মাস বয়সের ফুঁটফুঁটে শিশু কন্যা ইকরা জন্ম থেকে কিডনী রোগে আক্রান্ত। ইতোমধ্যে তার বাবা ধারদেনাসহ বিভিন্ন এনজিও থেকে ঋণ উত্তোলন করে একমাত্র মেয়ের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পরেছেন। বর্তমানে চিকিৎসকেরা জানিয়েছেন শিশু ইকরার উন্নত চিকিৎসার জন্য এখনও প্রায় পাঁচ লাখ টাকার প্রয়োজন। কিন্তু অসহায় পরিবারের পক্ষে এতো টাকা যোগার করা অসম্ভব হয়ে পরেছে। যেকারণে অর্থাভাবে এখন বিনাচিকিৎসায় রয়েছে শিশু ইকরা।
তাই ফুঁটফুঁটে শিশু কন্যা ইকরাকে উন্নত চিকিৎসার মাধ্যমে প্রাণ বাঁচাতে তার অসহায় পরিবারের সদস্যরা সমাজের মহানুভব ব্যক্তি, প্রবাসী ও প্রধান উপদেষ্টার কাছে সহযোগিতার জন্য হাত পেতেছেন। বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের বাসিন্দা ও ধুরিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী (দপ্তরী) দুই সন্তানের জনক আরিফুল ইসলাম আরিফের একমাত্র মেয়ে ইকরা।
আরিফুল ইসলাম আরিফ জানিয়েছেন, জন্মের পর থেকেই ইকরা কারণে অকারনে বিভিন্ন সময় অসুস্থ্য ছিলো। বিভিন্নস্থানে চিকিৎসা করাতে গিয়ে শিশু ইকরার দুটি কিডনী একই (ডান) পাশে ধরা পরে। দুটি কিডনী একইপাশে হওয়ায় কিডনীর স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে। এজন্য কিডনী ফুলে ইনফেকশন দেখা দিয়েছে।
আরিফুল ইসলাম আরিফ আরো জানিয়েছেন, বর্তমানে চিকিৎসকেরা জানিয়েছেন একটি কিডনী অপসারণ করে বাম পাশে প্রতিস্থাপন করতে হবে। এজন্য প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন। কিন্তু এতো টাকা যোগার করা তার পক্ষে পুরোপুরি অসম্ভব হয়ে পরেছে। যেকারণে উন্নত চিকিৎসার মাধ্যমে একমাত্র শিশু কন্যা ইকরার জীবন বাঁচাতে তিনি সমাজের মহানুভব ব্যক্তি, প্রবাসী ও প্রধান উপদেষ্টার কাছে সহযোগিতার জন্য হাত পেতেছেন।
সরাসরি যোগাযোগ : ০১৭৪৫-১৫৩১৯৪ (আরিফ)। সাহায্য পাঠানোর ঠিকানা : মো. মাজারুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, হিসাব নম্বর-১৩১১০০২৩৩০৮০২, টরকী বন্দর সাব শাখা (১৪৫০৬০৮২৬), গৌরনদী, বরিশাল।
(টিবি/এসপি/আগস্ট ২৬, ২০২৫)