সুন্দরবনে অস্ত্র-গুলিসহ বনদস্যু আটক
.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু করিম-শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।
আজ মঙ্গলবার সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শেলা নদীর তাম্বুরবুনিয়া এলাকা থেকে ১টি একনালা বন্দুক, ২ রাউন্ড তাজা গুলি ও ৬ রাউন্ড ফাঁকা গুলিসহ বনদস্যু করিম-শরীফ বাহিনীর সদস্য আলমগীর হোসেন সাগরকে (৪৫) করা হয়। আটক বনদস্যু আলমগীরের বাড়ী বাগেরহাটের মোংলা উপজেলায়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে জানান, সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম-শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শেলা নদীর তাম্বুলবুনিয়া খাল অবস্থান করছে এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে কোস্টগার্ড সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ১ টি একনালা বন্দুক, ২ রাউন্ড তাজা গুলি ও ৬ রাউন্ড ফাঁকা গুলিসহ বনদস্যু করিম-শরীফ বাহিনীর এক সদস্য আলমগীর হোসেন সাগর আটক করে কোস্টগার্ড।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত বনদস্যু আলমগীর দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সাথে বনদস্যুতা ও বনদস্যু দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের কথা স্বীকার করে। পরে তাকে জব্দকৃত অস্ত্র-গুলিসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
(এস/এসপি/আগস্ট ২৬, ২০২৫)