ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালের দিকে ঈশ্বরদী-খুলনা লাইনের ঈশ্বরদী জংশন স্টেশনের শশ্মানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী স্টেশন থেকে ছেড়ে যাচ্ছিল। রেললাইন পার হতে গিয়ে এসময় ওই যুবক ট্রেনের ধাক্কায় লাইনের উপর পড়ে যায়। ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন ঘটনা দেখতে পেয়ে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ওসি মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ওই যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরো জানান, এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহত ব্যক্তিকে শনাক্তকরনের জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।

(এসকেকে/এসপি/আগস্ট ২৬, ২০২৫)