বোয়ালমারীতে বর্জ্য ফেলার গর্তে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে নিজেদের গরুর বর্জ্য ফেলার গর্তে পড়ে সাফওয়ান (২০ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালের দিকে উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাফওয়ান ওই গ্রামের মুরাদ মাস্টার ও হালিমা বেগম দম্পতির ছোট সন্তান।
সরেজমিনে জানা যায়, সকালে সাফওয়ানের বাবা মুরাদ মাস্টার বড় ছেলেকে নিয়ে স্কুলে যান। এদিকে মা হালিমা বেগম বাড়ি থেকে কিছুটা দূরে পাট বাছতে যান। এ সময় অসাবধানতাবশত ছোট্ট শিশু সাফওয়ান বাড়ির পাশের গরুর বর্জ্যের গর্তে পড়ে যায়।
মা হালিমা বেগম শুকনা পাটকাঠি নিয়ে ফেরার সময় গর্তের পাড়ে ছেলের প্যান্ট দেখতে পান। গর্তের ভেতরে তাকিয়ে দেখেন সন্তানের পা ভেসে উঠেছে। দ্রুত তাকে উদ্ধার করে মহম্মদপুর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, শিশুটি সম্ভবত মায়ের পিছু নিয়েছিল। কিন্তু খেয়াল না করায় সে গর্তে পড়ে যায়।
শিশুর পিতা মুরাদ মাস্টার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি তো বড় ছেলেকে স্কুলে নিয়ে গিয়েছিলাম। বাড়ি ফিরে এসে শুনি আমার সাফওয়ান আর নেই।”
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটি গর্তে পড়ে মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
(কেএফ/এসপি/আগস্ট ২৬, ২০২৫)