রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : বাংলাদেশকে মেধাশূন্য করতে রাজাকার আলবদর আল সামসরা ৭১-এ বুদ্ধিজীবিদের হত্যা করে স্বাধীনতা ও অসাম্প্রদায়িক দেশগড়ার চেতনাকে ধংস করতে চেয়েছিল। ১৯৭৫ সালে স্ব-পরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে দ্বিতীয় পর্ব সম্পন্ন করে তারা। জামায়াত-বিএনপির অপতৎপরতার পর শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। সঠিক পথে হাটছে বাংলাদেশ । তাই জ্ঞান নির্ভর রাষ্ট্র গঠনে দল ও সমাজের সর্বস্তরে বুদ্ধিজীবিদের নেতৃত্ব প্রতিষ্ঠা হবে। রবিবার লক্ষ্মীপুরের রায়পুরে তপাদার পট্টিতে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এডভোকেট মিজানুর রহমান মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক নুরনবী’র পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল আনোয়ার বাচ্চু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্যা বিএসসি, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মান্নান মুন্সি, সদস্য ও সাবেক পৌর মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ বিন জাকারিয়া, প্রজন্ম’৭১ সংগঠক মামুনুর রশিদ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহফুজুর রহমান প্রমুখ। এ উপলক্ষে সংগঠনটি মিলাদ মাহফিল ও শহীদ বুদ্ধিজীবিদের প্রতিকৃতিতে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

(পিকেআর/এএস/ডিসেম্বর ১৪, ২০১৪)