গোপালগঞ্জ সারের বাফার স্টক গোডাউন পরিদর্শন
.jpg)
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণা্ধীন সারের বাফার স্টক গোডাউন ঝটিকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। বুধবার (২৭ আগস্ট) সকালে শহরের ঘোনাপাড়ায় ১০ হাজার মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন এ গোডাউন তিনি পরিদর্শ করেন।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আ: কাদের সরদার, গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, বিসিআইসির টেকেরেহাট বাফার গোডাউনের ইনচার্জ মশিউল ইসলাম, গোপালগঞ্জ জেলা ফার্টিলাইজর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী ফকরুল ইসলাম, সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিসিআইসি ও প্রকল্প বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সার ডিলার ও কৃষকের সুবিধার্থে জেলা প্রশাসক দ্রুত এ গোডাউনের নির্মাণ কাজ সম্পন্ন করার তাগিত দেন।
বিসিআইসির টেকেরেহাট বাফার গোডাউনের ইনচার্জ মশিউল ইসলাম বলেন, শিল্প মন্ত্রণালয়ের অর্থায়নে বিসিআইসির এ প্রকল্প গোপালগঞ্জের ঘোনাপাড়ায় ২৭ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ৩.৮ একর জায়গার উপর নির্মিত হচ্ছে। নির্মাণ কাজ বাস্তবায়ন করছে বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ড এ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ লিমিটেড। ২০২২ সালের ৩ জুলাই এ প্রকল্পের কাজ শুরু হয়। এখন এটির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এখন ফিনিশিং কাজ চলছে। আগামী অর্থ বছর থেকে গোপালগঞ্জ, বাগেরহাট ও পিরোজপুর জেলার সার ডিলারের মাধ্যমে এ গোডাউন থেকে কৃষকের কাছে ভর্তুকি মূল্যের সার সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে জানান ওই কর্মকর্তা। এতে ৩ জেলার কৃষক, সার ডিলার ও খুচরা সার ব্যবসায়ীসহ এর সাথে সংশ্লিষ্টরা উপকৃত হবেন
(টিবি/এএস/আগস্ট ২৭, ২০২৫)