সাংবাদিক মিজানুর রহমান বুলুর ওপর অফিস সহকারীর হামলা
.jpg)
গোপালগঞ্জ প্রতিনিধি : সংবাদ প্রকাশের জেরে গোপালগঞ্জের কোটালীপাড়া দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক মিজানুর রহমান বুলুর ওপর হামলা চালিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মোঃ বাহাদ্দিন দাড়িয়া নেতৃত্বে একদল দুর্বৃত্ত ।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কোটালীপাড়া উপজেলা সদরের পৌর মার্কেট এলাকার বড় ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মোঃ বাহাদ্দিন দাড়িয়া বরিশালের গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী। তিনি কোটালীপাড়া উপজেলার চিতশী গ্রামের মৃত হাচেন উদ্দিন দাড়িয়ার ছেলে।
আহত মিজানুর রহমান কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তিনি বিকেলে কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় গোপালগঞ্জ ও কোটালীপাড়া উপজেলার গণমাধ্যম কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
অভিযোগ বলা হয়েছে , গত ১০ আগস্ট কালের কণ্ঠ অনলাইনে গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মো. বাহাউদ্দিন দাড়িয়ার বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর ২টার দিকে কোটালীপাড়া পৌর মার্কেটের বড় ব্রিজ এলাকায় সাংবাদিক মিজানুর রহমান ও যুগান্তরের প্রতিনিধি মেহেদী হাসানাতের গতিরোধ করেন মোঃ বাহাদ্দিন দাড়িয়া, চিতশী গ্রামের বারেক হাওলাদারের ছেলে ও বিএনপি নেতা বাসার হাওলাদার বাচ্চু, মুনসুর হাওলাদারের ছেলে মুরগি ব্যবসায়ী মোঃ আজিজুল হক হাওলাদার এবং আঃ রশিদ হাওলাদারের ছেলে ও বিএনপি নেতা মানিকুজ্জামান হাওলাদার। পরে তারা সাংবাদিক মিজানুর রহমানকে এলোপাতাড়ি মারধর করে আহত করে। এছাড়া তারা অকথ্য ভাষায় গালি-গালাজ করে প্রাণনাশের হুমকি দেয় ।
এসময় হামলাকারীরা তার কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছি ।
(টিবি/এএস/আগস্ট ২৭, ২০২৫)