কাপ্তাইয়ে চোলাই মদ ও প্রাইভেট কারসহ ৪ ব্যবসায়ী আটক

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাইয়ে ১২০ লিটার চৌলাই মদ ও প্রাইভেট কার গাড়িসহ ৪ ব্যাবসায়ী আটক করেছে কাপ্তাই থানার পুলিশ। বুধবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৬ টায় কাপ্তাই থানাধীন চন্দ্রঘোনা ইউপিস্থ রেশম বাগান পুলিশ চেক পোষ্টে অভিযান চালিয়ে প্রাইভেট কার ভর্তি চোলাই মদসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ১) চট্টগ্রাম পটিয়া কাশিয়াইশ ইউনিয়নের মহিরা পের পাড়া অজিত মহাজনের বাড়ি বাবুল মহাজনের ছেলে সৈকত মহাজন(২৯)। ২) চট্টগ্রাম পটিয়া কাশিয়াইশ ইউনিয়নের মহিরা পের পাড়া অজিত মহাজনের বাড়ি কৃষ্ণ দাশের ছেলে টিটু দাশ (৩৪)। ৩) আবুল কাশেমের ছেলে মোঃ শাহেদুল ইসলাম (২৯)। ৪) চট্টগ্রাম রাঙ্গুনিয়া ইসলামপুর ইউনিয়নের নেজাম শাহ পাড়া আব্দুল মান্নান ছেলে মো: ইব্রাহিম (৩২)।
এ ঘটনায় এসআই মোঃ আজিজুল হক বাদী হয়ে কাপ্তাই থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি (নং-০৭, তারিখ-২৭/০৮/২০২৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ২৪(গ)/৩৮ ধারায় রুজু করা হয়েছে। কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, “আজ ভোরে নিয়মিত চেকপোস্ট অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এসময় চারজনকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে আটককৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
(আরএম/এএস/আগস্ট ২৭, ২০২৫)