হামিদের নেতৃত্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কালিগঞ্জে প্রস্তুতি সভা

কালীগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কালিগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৪টায় হাসপাতাল সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-০৪ আসনের গণমানুষের নেতা ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব হামিদুল ইসলাম হামিদ। সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান এবং সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এশফাকুর রহমান শফিক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা মাহাবুবুর রহমান মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সহ-সভাপতি শিপুল আহমেদ, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইকলাস আলী ও তৌফিকুর রহমান কাজল, সহ-সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার মাহমুদ বাবু, সামিউল, সদস্য নাইমুর রহমান পিয়াসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাওন আহমেদ, উপজেলা ছাত্রদলের অন্যতম সংগঠক আলাউদ্দিন হোসেন শিমুল, সোহেল রানা লাল্টু, ইমন হোসেন, ইয়াছিন আরাফাত, লিমন, আশিক, পৌর ছাত্রদলের অন্যতম সংগঠক তাজুল ইসলাম, মুন্না, রিদয়সহ ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভা শেষে আগামী ৩ সেপ্টেম্বর বিএনপির ঘোষিত সমাবেশ সফল করার লক্ষ্যে একটি প্রচার মিছিল বের করা হয়।
(এসএস/এসপি/আগস্ট ২৭, ২০২৫)