মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের ১৯ সদস্য বিশিষ্ট আংশিক নতুন কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক সুজা উদ্দিন স্বাক্ষরিত কমিটিতে মেরাজুল ইসলাম মন্ডলকে সভাপতি ও মাজাহারুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে আশরাফুল আলম, সহ-সভাপতি পদে খালেদ সাইফুল্লাহ নোমান, দেলোয়ার হোসেন খান শান্ত, মিনহাজ উদ্দিন, ইলিয়াস ইবনে ইসলাম, সাইদুর রহমান সাঈদ, তাওহীদ মীর, হায়াত উল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতীক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রায়হান বিন লাবিব, আহনাফ হোসেন সিয়াম, সালমান কবির স্বাধীন, আতিকুল ইসলাম, আশরাফুল হাসান অন্তর, সাদিকুল ইসলাম কাঞ্চন, রাহাদুল ইসলাম বিজয় ও সাংগঠনিক সম্পাদক পদে তাওফিকুল ইসলাম রামিম নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জেলা দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

(এসআই/এসপি/আগস্ট ২৭, ২০২৫)