মালিক পক্ষের চাপে ম্যানেজারের আত্মহত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলে বিপ্লব কুমার ঘোষ (৪৪) নামের এক ব্যক্তির মানসিক চাপে আত্মহত্যার অভিযোগ উঠেছে। আত্মহত্যার প্ররোচণার অভিযোগে থানায় মামলা করেছেন নিহতের স্ত্রী। আত্মহত্যাকারী সিরাজগঞ্জের দরগাহ রোড এলাকার মৃত নিখিল ঘোষের ছেলে।
আসামিরা হলেন- টাঙ্গাইল শহরের মেসার্স মোল্লা সন্স এন্ড টিনের দোকানের মালিক আব্দুল হক মোল্লার স্ত্রী মাহমুদা হক কল্পনা (৬০) এবং ব্যক্তিগত গাড়ি চালক বোয়ালীর হাসান আলী (২৬)।
মামলা থেকে জানা যায়, বিপ্লব ঘোষ দীর্ঘ ১৮ বছর ধরে টাঙ্গাইলের পূর্ব আদালতপাড়ার কেয়া সিনেমা হল সংলগ্ন মেসার্স মোল্লা এন্ড সন্স নামক টিনের দোকানে ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। দোকান মালিক অসুস্থ হওয়ায় তিন বছর আগে স্ত্রী মাহমুদা হক কল্পনাকে দোকানের দায়িত্বভার প্রদান করেন। বিপ্লব ঘোষের নিকট সকল হিসাব নিকাশ বুঝে নেন কল্পনা। পরে বিপ্লব চাকরি ছেড়ে দেন। পরে দোকান বন্ধ করে দেয় মালিক পক্ষ। আসামিরা বিপ্লব ঘোষের কাছে নানা অজুহাতে ৭০/৮০ লক্ষ টাকা দাবি করেন। এনিয়ে উভয়ের মধ্যে বিভিন্ন সময় তর্কবিতর্ক হতো।
বিপ্লব ঘোষের স্ত্রী কৃষ্ণা সরকার বলেন, তার স্বামী আসামীদের নানা চাপে সব সময় টেনশন করতেন। মাহমুদা হক কল্পনা ও ব্যক্তিগত ড্রাইভার হাসানসহ অজ্ঞাত ২-৩ জন বাড়ীতে এসে এবং মোবাইল ফোনের মাধ্যমে টাকার জন্য একাধিকবার ভয়ভীতি- হুমকি দিয়েছেন। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানসিক চাপে গত ১৭ আগষ্ট দুপুরে টাঙ্গাইল সাহাপাড়ার বাসায় শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। আমরা খুবই অসহায় হয়ে পড়েছি। ওরা আমার সব শেষ করে দিয়েছে। আমি আসামীদের উপযুক্ত বিচার চাই।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ ওসি তানবীর আহম্মেদ বলেন, আত্মহত্যাকারী বিপ্লব ঘোষের ময়নাতদন্তের পর সৎকার করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে ঘটনার পরদিন ১৮ আগষ্ট থানায় মামলা দায়ের করেছেন। আসামি মাহমুদা হক কল্পনা আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। মামলাটির তদন্ত চলছে।
(এসএম/এসপি/আগস্ট ২৭, ২০২৫)