বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈরে রাজৈর উপজেলা মৎস্য কর্মকর্তা ও টিমের অভিযানে গত সোমবার বিকালে কদমবাড়ি ইউনিয়নের ইটাখোলা ও আড়ুয়াকান্দীর বিল থেকে ৫৮টি জাল উদ্ধার করে জব্দ করেন। আজ বুধবার দুপুরে রাজৈর উপজেলা চত্ত্বরে ৫৮টি চায়না জাল পোড়ানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাহফুজুল হক, রাজৈর উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বাদশাহ ফয়সাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোহাম্মদ, মিরান হোসেন, রাজৈর উপজেলা মৎস্য কর্মকর্তা, সাজ্জাদ হোসেন, ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি, মতিন খন্দকার, এশিয়ান টিভির রাজৈর উপজেলা প্রতিনিধি, অনাদি কুমার মন্ডল, সাংবাদিক বিপুল কুমার দাস বিএমএফ টেলিভিশন, সাংবাদিক মহিউদ্দিন চৌধুরী হীরা সহ আরো অনেকে।

এসময়, রাজৈর উপজেলা মৎস্য কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, গোপন তথ্যের মাধ্যমে গত সোমবার বিকালে আমি আমার প্রতিনিধি দল নিয়ে অভিযান চালিয়ে ৫৮টি চায়না জাল উদ্ধার করে জব্দ করি। প্রতিটি জাল ৫২ হাত লম্বা, তার বাজার মূল্য ২ লাখ ৩২ হাজার টাকা। উক্ত উদ্ধার কৃত ৫৮টি চায়না জাল পোড়ানো হচ্ছে।

(বিডি/এসপি/আগস্ট ২৭, ২০২৫)