কুকুরের ধাওয়ায় ড্রেনে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কুকুরের তারা খেয়ে ড্রেনে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়ায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত ওই শিশুর নাম সোহাগী চৌধুরী (১২)। তার বাবার নাম আব্দুল হামিদ চৌধুরী। তাদের বাড়ি শহরের মৌলভীপাড়ায়। সোহাগী মৌলভীপাড়ার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
সেদিন দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে বাসায় যাবার সময় রাস্তার পাশে থাকা কুকুর তাকে তাড়া করে।এ সময় সে আতঙ্কিত হয়ে দৌড়ে পালাতে গিয়ে রাস্তার পাশের ড্রেনে পড়ে যায়।
আত্মীয়স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. অমিত সরকার তাকে মৃত ঘোষণা করেন।
ডা. অমিত সরকার জানান, হাসপাতালে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে। তবে তিনিও শিশু মৃত্যুর কারণ জানাতে পারেন নি।
(টিবি/এসপি/আগস্ট ২৭, ২০২৫)