ফরিদপুরে গণেশ পূজা উপলক্ষে নানা আয়োজন

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে মহাশক্তি, বিজ্ঞানশক্তি, সিদ্ধিদাতা ও কল্যাণকামী শ্রী শ্রী গণেশের পূণ্যতিথি উপলক্ষে আয়োজন করা হয়েছে শ্রী শ্রী গণেশ পূজা।
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুর জেলা শাখার আয়োজনে আজ আজ বুধবার থেকে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই পূজা। পূজার স্থান নির্ধারণ করা হয়েছে ফরিদপুর শহরের ১ নম্বর সড়কের পাশে মন্দির সংলগ্ন।
আয়োজক কমিটি জানিয়েছে, গণেশ পূজার মধ্য দিয়ে সমাজে শান্তি, সৌহার্দ্য ও সার্বজনীন সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি জ্ঞান, বুদ্ধি ও কাম্যসাধন সহজ হবে সমাজে আসবে সুশৃঙ্খলতা।
অনুষ্ঠান সূচির মধ্যে আছে সকাল ৮ টায় পূজারম্ভ, সকাল ১০ টা পূজা সমাপন, দুপুর ২ টায় প্রসাদ বিতরণ, বিকেল ৫ টা থেকে ৭টা পর্যন্ত চিত্রাংকন প্রতিযোগিতা, ৭টা থেকে ৭টা ৩০ পর্যন্ত আরতি, ৭টা ৩০ থেকে ৯টা ৩০ পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৮ আগস্ট, বৃহস্পতিবার শুভযাত্রা ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে বিসর্জন পূর্ণ সমাপ্তি হবে।
পূজা উপলক্ষে ফরিদপুরে হিন্দু সম্প্রদায়ের ভক্তদের পাশাপাশি সকল ধর্ম-বর্ণের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে আয়োজক সংগঠন।
(ডিসি/এসপি/আগস্ট ২৭, ২০২৫)