খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী

রাজন্য রুহানি, জামালপুর : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভাঙা একটি ঘরে জেল বানিয়ে বেগম খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার শেখ হাসিনা। এত নির্যাতনের পরও বেগম খালেদা জিয়া নীতিতে অটল ছিলেন। এই নীতি ও আদর্শ নিয়েই পথ চলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার বিকেলে দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে "আমরা বিএনপি পরিবার" আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই গণ অভ্যূত্থানে জামালপুর জেলায় শহীদ ও আহতদের পরিবারকে চিকিৎসা সহায়তা ও অটো রিকশা প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় সমর্থকদের নিয়েই গঠন করেছেন 'আমরা বিএনপি পরিবার'। এ সংগঠনটি আর্ত মানবতার সেবায় নিয়োজিত।
প্রধান বক্তার বক্তব্যে বিএনপি মিডিয়া সেলের আহবায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, তারেক রহমান যখন স্বৈরাচারীদের হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন তখন থেকেই তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। "আমরা বিএনপি পরিবার" শুধু বিএনপির নেতাকর্মীদের জন্য গঠিত হয়নি। এটি দেশের আপামর জনসাধারণের জন্য।
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সামনে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক কঠিন লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। ঐক্যের মাধ্যমেই আমরা বিএনপির হাতকে শক্তিশালী করবো।
বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, একটি মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে 'আমরা বিএনপি পরিবার' কাজ করে যাচ্ছে। বিএনপি যদি সরকার গঠন করে তাহলে অবশ্যই জুলাইযোদ্ধাসহ নিপীড়িত মানুষদের পাশে থাকবে সবসময়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, 'আমরা বিএনপি পরিবারে'র আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোস্তফা জামান সেলিম, ইঞ্জিনিয়ার আবু হানিফ প্রমুখ।
অনুষ্ঠানে জেলায় আহত ইমরানের পরিবারকে একটি অটোরিকশা উপহার দেওয়া হয়। এছাড়া একজন শহীদ ও ১৪ জন আহত পরিবারকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।
আহত ষারা উপহার পেলেন, গুলিবিদ্ধ মো.ইমরান, মো.শান্ত মিয়া, মো.শাহ্ পরান, মো.হারুন অর রশিদ, আজিজুর রহমান হিমু, সিয়ামুল হক রতন, আহসান আসিফ, মিজানুর রহমান মিনহাজ, দেওয়ান হারুন, দুলাল হোসেন, রুবেল মিয়া, আহসান বিল্লাল, সিয়াম সিদ্দিক, রিপন মিয়া, তাজুল ইসলাম রয়েছেন। এছাড়া শহীদ মো. লিটনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
পরে একই স্থানে দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
(আরআর/এসপি/আগস্ট ২৭, ২০২৫)