স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে ৩-২ গোলে সুমন ফুটবল একাদশ বগুড়াকে পরাজিত করে বিজয়ী হয়েছে নীলফামারী ফুটবল একাডেমি।

মধ্যমাঠ পরিচালনা করেন পঞ্চগড় জেলা রেফারি সমিতির সদস্য নুরুজ্জামান নুরু, সহকারি পরিচালক হিসেবে ছিলেন মনোয়ার হোসেন ও তারিক হাসান। ধারাভাষ্যে ছিলেন শহীদুল ইসলাম শুভ। প্রথম ম্যাচে ২-১ গোলে আহাদ ফুটবল একাডেমি জয়পুরহাটকে পরাজিত করে বিজয়ী হয়েছে টু স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি। দ্বিতীয় ম্যাচে ৬-১ গোলে গাইবান্ধা খেলোয়াড় কল্যাণ সমিতিকে পরাজিত করে বিজয়ী হয়েছে সৈয়দপুর ফুটবল একাডেমি।

৪র্থ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট, ওইদিন পরস্পর প্রতিদ্বন্দিতা করবে তারেক ফুটবল একাডেমি দিনাজপুর বনাম শাপলা পাঠাগার ও সংঘ মাগুরা-পঞ্চগড়। প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২ সেপ্টেম্বর, দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর। চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ সেপ্টেম্বর।

গত ২১ আগস্ট এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, প্রতিটি ম্যাচে উপস্থিত থাকছেন সোহানের বাবা আইনুল হক প্রধান টুর্নামেন্ট আহবায়ক জাহিদ হাসান জনি।

৮টি দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টের সভাপতি হিসেবে দায়িত্ব রয়েছেন কামাত কাজলদিঘী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনার রহমান। ২০ টাকা মূল্যের টিকিট ক্রয় করে হাজারো দর্শক মাঠে উপস্থিত থেকে প্রতিটি খেলা উপভোগ করছেন।

(আরএআর/এসপি/আগস্ট ২৭, ২০২৫)