রাজবাড়ীতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে পার্কিং করা বাস

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে রাতের আঁধারে পার্কিং করে রাখা সরকার পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে বাসটির প্রায় অর্ধেকের বেশি অংশ পুড়ে গেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে সড়ক পরিবহন মালিক গ্রুপের অফিসের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সরকার পরিবহনের সুপারভাইজার শাহিন জানান, ট্রিপ শেষে আমাদের বাসগুলো মালিক সমিতির অফিসের সামনে ও স্টাফ কোয়ার্টারে রাখা হয়। রাজবাড়ী ব-১১-০০৭০ রেজিস্ট্রেশনের বাসটি প্রায় ১০–১৫ দিন ধরে স্টাফ কোয়ার্টারে পার্কিং অবস্থায় ছিল। রাত আড়াইটার দিকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে জানায় বাসে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে সরকার পরিবহনের স্বত্বাধিকার কুঞ্জন কান্তি সরকার গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি।
রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খো. মাহমুদুল হক জুয়েল বলেন,গতরাতে আমাদের মালিক সমিতি অফিসের সন্নিকটে সরকার পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা থানাকে জানিয়েছি। দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত করতে হবে, নাহলে পরিবহন মালিকরা নিরাপত্তাহীনতায় ভুগবে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের টিম তদন্ত করছে।
(একে/এসপি/আগস্ট ২৭, ২০২৫)